জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
Sep 25, 2018

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৫ সেপ্টেম্বর ২০১৮। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ বৃক্ষরোপণ কর্মসূচি ২০১৮ উদ্বোধন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে সকালে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের উত্তর পাশে গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে উপাচার্য বলেন, পরিবেশ সুরক্ষায় গাছ লাগাতে হবে। বৃক্ষের পত্র-পল্লবের অক্সিজেনে প্রাণি বাঁচে। কাজেই বৃক্ষের প্রতি ভালবাসা বৃদ্ধি করতে হবে। উপাচার্য গাছের চারা রোপণ এবং পরিচর্যার বিষয়ে সকলকে আরও যত্নবান হবার আহ্বান জানান।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক  শেখ মো. মনজুরুল হক উপস্থিত ছিলেন। এছাড়া রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ, হল প্রভোস্ট, অফিস প্রধান ও অন্যান্য শিক্ষক, অফিসার, কর্মচারিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে গর্জন গাছের চারা রোপণ করেন। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, এবার বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গর্জন ও শাল গাছের ১ হাজার চারা রোপণ করা হবে। 

 

পরিচালক (ভারপ্রাপ্ত) 

জনসংযোগ অফিস

Recent Press Releases