Aug 24, 2025

প্রেস বিজ্ঞপ্তি
তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন ঠিকানা উদ্বোধন
ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৪ আগস্ট ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন ঠিকানা উদ্বোধন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সিএলসি ছাত্র সংসদের আয়োজনে আজ সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, তুলনামূলক সাহিত্য জ্ঞানের এমন একটি শাখা যেখানে একাধিক জ্ঞানের শাখার মধ্যে তুলনা করা ও সম্পর্ক স্থাপন করার সুযোগ রয়েছে। এই ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা নিজেরা জ্ঞান চর্চা করবে এবং অন্যান্যদেরও সমৃদ্ধ করবে। উপাচার্য বলেন, ইনস্টিটিউটের শিক্ষকরা জ্ঞান ও সমাজে নেতৃত্ব দেওয়ার মতো শিক্ষার্থী তৈরি করতে পেরেছেন। তিনি সবাইকে মিলে একসাথে কাজ করে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শামীমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. রেজাউল ইসলাম, সিএলসি ছাত্র সংসদের সংসদের সহ-সভাপতি মো. সোহেল রানা এবং সাধারণ সম্পাদক এ কে এম মেহেরাব সিফাত প্রমুখ। অনুষ্ঠানে ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
হাফিজুর রহমান
রিপোর্টার
- ‘Ensuring Ethical Practice in Teaching and Research: An Overview’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ‘Ensuring Ethical Practice in Teaching and Research: An Overview’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ‘Ensuring Ethical Practice in Teaching and Research: An Overview’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- গণিত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নুরুল আলম খানের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক
- কলা ও মানবিকী অনুষদের সম্প্রসারিত ভবনের নির্মাণ কাজ উদ্বোধন
- গবেষণা প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি \ প্রকল্প প্রতি সর্বোচ্চ বরাদ্দ ১ লাখ ৫০ হাজার টাকা
- গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের সম্প্রসারিত ভবন নির্মাণের প্রস্তাবিত স্থানে গাছ উপড়ে ফেলার বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন প্রশাসনিক সভায় গৃহীত এবং অধিকতর উন্নয়ন শীর্ষক প্রকল্পের সকল নির্মাণ কাজ চালুকরণ
- সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম অক্সফোর্ড ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর হিসেবে আমন্ত্রণ পাওয়ায় উপাচার্যের অভিনন্দন
- বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ‘IoT-Based Smart Liquid Tress for Carbon Footprint Mitigation in Dense Urban Areas of Bangladesh’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত