আন্তঃবিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ
Nov 12, 2025
প্রেস বিজ্ঞপ্তি
আন্তঃবিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১২ নভেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আজ সকালে অনুষ্ঠিত আন্তঃবিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ ১১-৯ গোলে চারুকলা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের জেবেদায় বম সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন করেছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) চমৎকার উপভোগ্য খেলা উপহার দেওয়ার জন্য দু’দলকেই ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, আগামী এক মাসের মধ্যেই বিশ্ববিদ্যালয়ে আরো দু’টি খেলার মাঠ উদ্বোধন করা হবে। এর ফলে শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ আরও বৃদ্ধি পাবে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা ও ক্রীড়াসহ সবক্ষেত্রে এগিয়ে নিতে শিক্ষার্থীদের আরও বেশি ভূমিকা রাখার আহ্বান জানান।
হ্যান্ডবল প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. আবেদা সুলতানা সভাপতিত্ব অনুষ্ঠানে প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
Recent Press Releases