‘জাবিতে নতুন তদন্তে তালিকা কমলো ২৫৯-এ, আড়াল করা হলো ৩০ হামলাকারীকে’ শীর্ষক সংবাদের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য
Apr 29, 2025
প্রেস বিজ্ঞপ্তি
‘জাবিতে নতুন তদন্তে তালিকা কমলো ২৫৯-এ, আড়াল করা হলো ৩০ হামলাকারীকে’ শীর্ষক সংবাদের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৯ এপ্রিল ২০২৫
গত ২৮ এপ্রিল ২০২৫ তারিখে একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত ‘জাবিতে নতুন তদন্তে তালিকা কমলো ২৫৯-এ, আড়াল করা হলো ৩০ হামলাকারীকে’ শীর্ষক সংবাদের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছে যে, প্রকাশিত সংবাদে জুলাই গণ-অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নতুন করে তদন্ত করা এবং হামলাকারীকে আড়াল করবার জন্য সংখ্যা কমানোর তথ্য সঠিক নয়।
গত ১৭ মার্চ ২০২৫-এর সিন্ডিকেটের বিশেষ সভায় ২৮৯ জনকে সাময়িকভাবে বহিষ্কারাদেশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয় এবং উক্ত কার্যবিবরণী নিশ্চিত করার পূর্বে সম্ভাব্য ভুল-ত্রুটি এড়িয়ে ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষা শাখা ও পরীক্ষা অফিসকে ২৮৯ জন শিক্ষার্থীর নাম, বিভাগ, শিক্ষাবর্ষ, আবাসিক হল ইত্যাদি তথ্য পরীক্ষা-নিরীক্ষা করে সিন্ডিকেটের পরবর্তী নিয়মিত সভায় উপস্থাপন করতে নির্দেশনা দেয়া হয়। এর প্রেক্ষিতে শিক্ষা শাখা ও পরীক্ষা অফিস সাময়িক বহিষ্কারাদেশ-প্রাপ্ত ২৮৯ জনের নাম, বিভাগ, শিক্ষাবর্ষ, আবাসিক হল ইত্যাদি তথ্যাদির যাচাই-বাছাই করে এবং ২৮৯ জনের তালিকায় ৩০ জন শিক্ষার্থীর নাম দুইবার করে বা দ্বিতীয়বার ডাকনামে থাকার তথ্য পায়। যাচাই শেষে এই ৩০ জনের সঠিক নাম একবার করে বিবেচনার ফলে সাময়িক বহিস্কারের তালিকায় অভিযুক্তদের সংখ্যা ৩০ জন কমে ২৫৯ জন হয়। শিক্ষা শাখা ও পরীক্ষা অফিস এই ২৫৯ জন শিক্ষার্থীর পরীক্ষা-নিরীক্ষা করা তথ্যাবলী কর্তৃপক্ষের নিকট জমা দেয় এবং তা সর্বশেষ অনুষ্ঠিত সিন্ডিকেটের নিয়মিত সভায় উপস্থাপিত হলে সংশ্লিষ্ট সিদ্ধান্ত সংশোধন করে কার্য বিবরণী নিশ্চিত করা হয়, যার ফলে সাময়িক বহিষ্কারাদেশ প্রাপ্তদের সংখ্যা ২৫৯ নির্ধারিত হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, প্রকাশিত সংবাদের শিরোনামটি যথাযথ হয়নি, কারণ নতুন করে কোনো তদন্ত হয়নি, এবং বিশেষ কাউকে আড়াল করার কোনো চেষ্টাও হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের চেতনা দৃঢ়তার সাথে ধারণ করে এবং জুলাই গণ-অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বদ্ধপরিকর। এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
সকল অংশীজনের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
Recent Press Releases