May 05, 2025

প্রেস বিজ্ঞপ্তি
সদ্গুণ সম্পর্কে জ্ঞান অর্জনই যথেষ্ট নয়, নৈতিক সদ্গুণ চর্চায় সেরা হতে হবে
-জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৫ মে, ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে Bangladesh History and Archaeology Research Society (BHARS) উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, সদ্গুণ সম্পর্কে জ্ঞান অর্জনই যথেষ্ট নয়, আমাদেরকে নৈতিক সদ্গুণ চর্চায় সেরা হতে হবে। তিনি বলেন, গবেষকরা নিজেরা প্রভাবিত হয়ে ইতিহাস লিখছেন, ফলে পৃষ্ঠা নষ্ট হচ্ছে। বর্তমান অভিভাবকদের বড় দায়িত্ব নতুন প্রজন্মকে সহজে সঠিক তথ্য দেওয়া। উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন যে, ইতিহাস বিকৃতির এই সময়ে বাংলাদেশ হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি রিসার্চ সোসাইটি গবেষণা সংগঠনটি সঠিক ধারায় নেতৃত্ব দেবে।
আজ সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইতিহাস একাডেমির সভাপতি ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শরীফ উদ্দিন আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রত্নতত্ত্ব বিভাগের (পিআরএল ছুটি ভোগরত) অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ এর তত্ত্বাবধানে পিএইচডি গবেষণা সম্পন্নকারী গবেষকগণ অংশগ্রহণ করেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- কলা ও মানবিকী অনুষদের বার্ষিক গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত \ উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান সংবর্ধিত
- আইবিএ-জেইউ এর বার্ষিক গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত
- সমাজবিজ্ঞান অনুষদের বার্ষিক গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- জীববিজ্ঞান অনুষদে বার্ষিক গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত
- রবীন্দ্রনাথ ও নজরুল আমাদের আলোকবর্তিকা ও পথপ্রদর্শক - উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- বিজনেস স্টাডিজ অনুষদে বার্ষিক গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত \ শিক্ষাখাতে বরাদ্দ সংকুচিত করা হলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণাখাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে -জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ, আই.আই.টি ও আই আর এস এন্ড জিআইএস এর বার্ষিক গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পিছনে অধ্যাপক ড. খন্দকার মুস্তাহিদুর রহমানের বিশাল অবদান রয়েছে - জাবি উপাচার্য
- সদ্গুণ সম্পর্কে জ্ঞান অর্জনই যথেষ্ট নয়, নৈতিক সদ্গুণ চর্চায় সেরা হতে হবে -জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান