চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস-এর অকাল মৃত্যু // উপাচার্যের শোক
Sep 12, 2025

প্রেস বিজ্ঞপ্তি (শোক বার্তা)

চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস-এর অকাল মৃত্যু // উপাচার্যের শোক

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১২ সেপ্টেম্বর ২০২৫

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, এই বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস আজ সকালে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চারুকলা বিভাগের সভাপতি ড. শামীম রেজা জানান, গতকাল (১১ সেপ্টেম্বর, ২০২৫) বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলে জাকসু ও হল সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করে রাত আনুমানিক আটটার দিকে বাসায় যান জান্নাতুল ফেরদৌস। এরপর তিনি আজ (১২ সেপ্টেম্বর, ২০২৫) ভোট গননার কাজে সোয়া আটটার দিকে জাকসু নির্বাচনের কার্যালয়ে আসেন। তিন তলায় নির্বাচন কমিশন কার্যালয় আসার পর দরজা দিয়ে প্রবেশ করার পথে অজ্ঞান হয়ে পড়ে যান। এসময় দ্রুত সাভারের একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

 

উপাচার্যের শোক

 

সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস-এর মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় উপাচার্য বলেন, জান্নাতুল ফেরদৌস-এর অকাল মৃত্যুতে চারুকলা বিভাগ এবং তার পরিবারের অনেক ক্ষতি হলো। তার অনুপস্থিতি অপূরণীয়। অত্যন্ত অমায়িক ব্যবহার ও সৌজন্য আচার-আচরণে তিনি সকলের কাছে প্রিয় ছিলেন। জান্নাতুল ফেরদৌস-এর পরিবারের সদস্যদের প্রতি উপাচার্য সমবেদনা জ্ঞাপন করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন। 

 

 

ড. মোহাম্মদ মহিউদ্দিন

পরিচালক (ভারপ্রাপ্ত)

Recent Press Releases