Oct 15, 2025
প্রেস বিজ্ঞপ্তি
জাবি উপাচার্যের সঙ্গে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৫ অক্টোবর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)-এর ঢাকাস্থ কার্যালয়ের পরিচালক মোহাম্মেদ আলী আরমাআন আজ সৌজন্য সাক্ষাৎ করেন। বেলা তিনটায় উপাচার্য অফিসের কনফারেন্স কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে মোহাম্মেদ আলী আরমাআন গবেষণা, প্রশিক্ষণ ও অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতার আগ্রহ ব্যক্ত করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এসব বিষয়ে প্রস্তাবনা দেওয়ার আহ্বান জানান। উপাচার্য এ আগ্রহের জন্য ভ্রাতৃপ্রতিম তুরস্ক সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এ বিষয়ে পরবর্তী কার্যসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে একযোগে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, টিকা’র ঢাকা কার্যালয়ের ডেপুটি কো-অর্ডিনেটর আব্দুল কাদির বায়আন, জাকসু সহ-সভাপতি আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা, যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) ফেরদৌস আল হাসান উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশ কেন্দ্র আনন্দশালা'র ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- জাবি উপাচার্য পাঁচদিনের সফরে চীন যাচ্ছেন
- আফসানা করিম রাচি স্মৃতি সড়কের ফলক উন্মোচন
- মাদকাসক্তরা বিভ্রান্ত ও ক্ষতিগ্রস্ত - জাবি উপাচার্য
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বার্জার পেইন্টসের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- জাবি সায়েন্স ক্লাবের সায়েন্স ফেস্টিভালের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- জাবি উপাচার্যের সঙ্গে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক প্রকাশ
- মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফারহানা ওয়াহেদ অমি নিহত / উপাচার্যের শোক
- Times Higher Education (THE) র্যাঙ্কিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশে শীর্ষস্থান অর্জন \ উপাচার্যের অভিনন্দন