May 21, 2025

প্রেস বিজ্ঞপ্তি
সমাজবিজ্ঞান অনুষদের বার্ষিক গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২১ মে ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের গবেষণা প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপন বিষয়ক সেমিনার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা ভাতা বৃদ্ধির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। শিক্ষকদের গবেষণা কাজ সহজ করতে প্রয়োজনীয় প্রতিষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয় সাবস্ক্রিপশন গ্রহণ করবে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকেও সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সহযোগিতা গ্রহণ করা হবে। তিনি শিক্ষকদের গবেষণা প্রবন্ধ পিয়ার রিভিউড জার্নালে প্রকাশ করার আহ্বান জানান। উপাচার্য বিশ্ব র্যাঙ্কিংয়ে সমাজবিজ্ঞান অনুষদ দেশসেরা হওয়ায় অনুষদভুক্ত শিক্ষকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
আজ সকাল সাড়ে দশটায় সমাজবিজ্ঞান অনুষদের লাউঞ্জে অনুষ্ঠিত এ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শাহেদুর রশিদ, বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নাহ্রিন ইসলাম খান, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মানস চৌধুরী, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানের পর নিজ নিজ বিভাগে শিক্ষকগণ তাঁদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- নতুন করে যারা রাষ্ট্রীয় দায়িত্বে আসবেন, তারা জুলাই-আগস্টের শোককে শক্তিতে রূপান্তরিত করবেন -জাবি উপাচার্য
- আমরা বিভাজিত হলে, পরাজিত শক্তি জয়ী হবে -জাবি উপাচার্য
- JULY WOMEN’S DAY পালিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে নিরাপত্তা টিম গঠিত হচ্ছে
- ফার্মেসী বিভাগের অধ্যাপক ও শিক্ষক সমিতির সভাপতি ড. মো. সোহেল রানার মাতা দিলারা বেগমের মৃতু্যতে উপাচার্যের শোক
- ডিজিটাল স্কিলস্ ফর স্টুডেন্টস’-এর প্রশিক্ষণ কর্মসূচির সনদপত্র বিতরণ
- আন্ত:বিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় দর্শন বিভাগ চ্যাম্পিয়ন
- মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে কনসালটিং ফার্ম নিয়োগের দরপত্র প্রকাশ
- প্রগ্রেস অন ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড ইনোভেশন রিসার্চ প্রজেক্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাবি উপাচার্যের সঙ্গে লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ