Sep 27, 2019

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৮ সেপ্টেম্বর ২০১৯।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন করেছে। এ উপলক্ষে শেখ হাসিনা হলে প্রধান অতিথি হিসেবে ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম কেক কেটে কর্মসূচীর উদ্বোধন করেন। কেক কাটার প্রাক্কালে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র ও দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে অসামান্য অবদান রাখার পাশাপাশি রাষ্ট্র পরিচালনায়ও ব্যাপক সাফল্যের পরিচয় দিতে সক্ষম হয়েছেন। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি ও গঙ্গার পানি বণ্টন চুক্তি তাঁর সরকারের অন্যতম সাফল্য হিসেবে বিবেচিত হয়েছে। বর্তমানে তার নেতৃত্বাধীন সরকার ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ও মধ্যম আয়ের আধুনিক ডিজিটাল বাংলাদেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য পূরণে নিয়োজিত আছে। উপাচার্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা আজ বাস্তবের পথে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রম এবং সুদূরপ্রসারী নেতৃত্বে বাংলাদেশ ইতোমধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের দ্বারপ্রান্তে। জাতি আশা করছে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ তার আকাক্সিক্ষত লক্ষ্যমাত্রা উন্নত দেশের মর্যাদা অর্জন করবে। উপাচার্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ্য ও দীর্ঘ কর্মজীবন কামনা করেন। হল প্রভোস্ট অধ্যাপক বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হকসহ বিভিন্ন অনুষদ ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, শিক্ষক এবং হলের ছাত্রীগণ উপস্থিত ছিলেন।
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ অফিস
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মোবাইল ফোনের টাওয়ার স্থাপনের জন্য ই ডট কো বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর সাথে চুক্তি স্বাক্ষরিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইডটকো’র সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস-এর অকাল মৃত্যু // উপাচার্যের শোক
- জাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এ নবনির্বাচিত নেতৃবৃন্দকে উপাচার্যের অভিনন্দন
- ‘Digital Entrepreneurship and Innovation Eco-System Development Project for Teachers’ শীর্ষক আইকিউএসি’র প্রশিক্ষণ কর্মশালা শুরু
- লেখক-গবেষক, প্রগতিশীল রাজনীতিবিদ বদরুদ্দীন উমরের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক
- ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস-এর প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত
- 'Applications of Financial Management at Public Sector: Focus on University's Financial Management' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- 'Applications of Financial Management at Public Sector: Focus on University's Financial Management' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- 'Applications of Financial Management at Public Sector: Focus on University's Financial Management' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু