Jul 31, 2025
প্রেস বিজ্ঞপ্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৩১ জুলাই ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন, তথ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, তরুণ ছাত্র-জনতা ফ্যাসিবাদ থেকে মুক্তি এবং দেশকে বাঁচানোর জন্য জীবন দিয়েছেন। ছাত্র-জনতার মধ্যে ঐক্য গড়ে তোলার মাধ্যমে ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করা সম্ভব হয়েছে। সেই ঐক্য ধরে রাখতে হবে। তিনি বলেন, স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ বিভাজন ভুলে একাত্ম হওয়ার সুযোগ করে দিয়েছে। উপদেষ্টা বলেন, বাংলাদেশ বর্তমানে এক ক্রান্তিকাল অতিক্রম করছে। সকলকে ধৈর্য ধরে বিচার প্রক্রিয়া, সংস্কার এবং নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। সারাদেশ এখন জাতীয় ঐক্য গড়ে তোলার অপেক্ষায় রয়েছে বলে উপদেষ্টা মন্তব্য করেন। আজ বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, আমরা দীর্ঘদিন ফ্যাসিবাদী সরকারের অধীনে স্বাধীনতা হারিয়েছি, যার অবসান হয়েছে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে। কিন্তু বৈচিত্র্যের নামে যে বিভাজন তৈরি করা হচ্ছে এর মাধ্যমে পরাজিত শক্তিকে আহ্বান জানানো হচ্ছে। উপাচার্য বলেন, যে কোনো অন্যায়ে বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সংগঠিত হয়ে প্রতিবাদ জানিয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) ও ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠান বিষয়ক কমিটির সভাপতি অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব। অনুষ্ঠানে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খান, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম ও শহীদ তাজউদ্দীন আহমদ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. খো: লুৎফুল এলাহী। শিক্ষার্থীদের মধ্য থেকে অনুষ্ঠানে বক্তব্য দেন মালিহা নামলাহ, ফাহমিদা ফাইজা, রাঈদ হোসেন, আব্দুল্লাহ আল মামুন, এবং ওয়াজহাতুল ইসলাম। এছাড়া শহিদ পরিবার থেকে বক্তব্য দেন শহিদ আলিফ আহম্মদ সিয়ামের পিতা বুলবুল আহম্মদ, শহিদ নাফিসার মামা ও শহিদ আবুল হোসেনের মাতা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম।
এর আগে সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ে জহির রায়হান মিলনায়তনে শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ। প্রতিযোগিতায় সাভারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় চারুকলা বিভাগের সভাপতি ড. মোহাম্মদ শামীম রেজাসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের অদম্য-২৪ স্মৃতিস্তম্ভ চত্বরে এক অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সনদপত্র প্রদান করা হয় এবং চিত্রকর্ম প্রদর্শনকারী শিক্ষার্থীদের হাতেও সনদপত্র তুলে দেওয়া হয়। এছাড়াও সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে জুলাই গাথা অনুষ্ঠানের মধ্যে রয়েছে নাটক, নৃত্যনাট্য এবং গান ও কবিতা।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- `July Uprising 2024: An Overview of Oral History Archive’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রজাপতিসহ সকল প্রাণীর প্রতি আমাদের মানবিক ও যথাযথ আচরণ করতে হবে - জাবি উপাচার্য
- চ্যান্সেলর কাপ আন্তঃহল ফুটবল এবং ছাত্রীদের উপাচার্য কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা উদ্বোধন \ উদ্বোধনী খেলায় ১০ নং (ছাত্র) হল ১-০ গোলে জয়ী
- ‘১৫তম এশিয়ান রিজিওনাল কনফারেন্স অফ আইএ-ইজি’ শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত \ সমাজের টেকসই উন্নয়নের জন্য ভূতাত্ত্বিক প্রকৌশলীদের ভূমিকা অপরিহার্য -জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় দর্শন বিভাগ চ্যাম্পিয়ন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এর সমঝোতা স্মারক চুক্তি দ্বিতীয় মেয়াদে নবায়ন
- নারী শিক্ষার্থীদের জন্য নব নির্মিত খেলার মাঠ ও জাকসু কর্তৃক আয়োজিত ছাত্রীদের আন্তঃফ্যাকাল্টি ও ইনস্টিটিউট হ্যান্ডবল প্রতিযোগিতা উদ্বোধন
- ১ম বর্ষের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত \ মেধা চর্চার পাশাপাশি, নৈতিকভাবে আলোকিত মানুষ হতে হবে - উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- ‘Celebrating Innovation and Capacity Building in Geospatial Science’ শীর্ষক GIS Day 2025 উদযাপন ও বিশেষায়িত কর্মশালা অনুষ্ঠিত
- মেডিক্যালে মূল্যবান ঔষধ হস্তান্তর \ চিকিৎসা সেবা গ্রহণে শিক্ষার্থীদের আইডি কার্ড এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন আইডির নম্বর প্রয়োজন হবে