Aug 18, 2025

প্রেস বিজ্ঞপ্তি
জাকসু ও হল সংসদ নির্বাচনের নমিনেশন ফরম সংগ্রহ ও জমা শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৮ আগস্ট ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত ‘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)’ ও হল সংসদ ২০২৫ নির্বাচনের নমিনেশন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম আজ শুরু হয়েছে। সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় নির্বাচন কমিশন কার্যালয়ে জাকসু’র ও সংশ্লিষ্ট হলগুলোতে হল সংসদের নমিনেশন ফরম সংগ্রহ ও জমা নেওয়ার কার্যক্রম শুরু হয়।
নির্বাচন কমিশন কার্যালয়ে জাকসুর নমিনেশন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সময় জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, অধ্যাপক ড. খোঃ লুৎফুল এলাহী, ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা এবং সদস্য সচিব অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। নমিনেশন ফরম সংগ্রহ ও জমা নেওয়ার এ কার্যক্রম চলবে আগামীকাল (১৯ আগস্ট ২০২৫) পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আগামী ২৫ আগস্ট ২০২৫ তারিখে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে। প্রায় ৩৩ বছর পর অনুষ্ঠিতব্য এই নির্বাচনে যাতে প্রার্থীরা নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারে এবং ভোটাররা তাঁদের পছন্দমাফিক প্রার্থীকে ভোট দিতে পারে, সেই পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ। বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনের সম্মিলিত প্রয়াস এবং সহযোগিতায় অংশগ্রহণমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- জাকসু ও হল সংসদ নির্বাচনের নমিনেশন ফরম সংগ্রহ ও জমা শুরু
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর
- ২১ সেপ্টেম্বর ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস শুরু \ পোষ্য ভর্তিতে সংস্কার \ প্রাতিষ্ঠানিক সুবিধার আওতায় সীমিত পরিসরে শর্ত সাপেক্ষে পোষ্য ভর্তির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা - সামান্যতম নৈতিক বিচ্যুতিতেই আমাদের সব অর্জন হারিয়ে যেতে পারে -জাবি উপাচার্য
- ‘জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র শিক্ষকদের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- চারুকলা বিভাগে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- নিয়মিত শিক্ষাপর্ব সম্পন্ন হয়েছে এমন শিক্ষার্থীদের আগামী ১৬ আগস্ট ২০২৫ এর মধ্যে হলত্যাগের নির্দেশ
- রক্তাক্ত জুলাই-২৪ ও গণঅভ্যুত্থান স্মরণে নির্মিত তথ্যচিত্রসমূহ ও অন্যান্য আয়োজনে আন্দোলনে অংশগ্রহণকারী সকলে অন্তর্ভুক্তি না হওয়ায় দুঃখপ্রকাশ
- ইতিহাস বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
- ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস-এর স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত