জাবি সায়েন্স ক্লাবের সায়েন্স ফেস্টিভালের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
Oct 19, 2025
Oct 19, 2025

প্রেস বিজ্ঞপ্তি
জাবি সায়েন্স ক্লাবের সায়েন্স ফেস্টিভালের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৮ অক্টোবর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের দুই দিনব্যাপী সপ্তম জাতীয় বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণী আজ বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ফেস্টিভালের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা)
অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, ক্লাবের উপদেষ্টা অধ্যাপক মো. ফজলুল করিম পাটোয়ারি, জাকসু সহ-সভাপতি আব্দুর রশিদ জিতু, এবং সায়েন্স ক্লাবের সাবেক নেতৃবৃন্দ ও বর্তমান সদস্যবৃন্দ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রতিযোগিতায় বিজয়ীদের শুভকামনা জানিয়ে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, বিজ্ঞান আমাদের গভীরভাবে চিন্তা করার সুযোগ করে দেয়। বিজ্ঞান চর্চা ও আগামীর বিজ্ঞানী তৈরিতে এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ
বলেন, সায়েন্স ক্লাব শুধু বিশ্ববিদ্যালয় নয়, পুরো বাংলাদেশেও পরিচয় করে নিয়েছে। সৃষ্টিকর্তার দুটি জিনিস সবচেয়ে বড় উপহার হিসেবে দিয়েছেন, একটি জীবন এবং অপরটি প্রযুক্তি। তিনি আরও বলেন, যারা বিজ্ঞান চর্চা করে তাদের কার্যক্রম সৃষ্টিকর্তার প্রতিনিধিত্ব করে। বিজ্ঞানীরা বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার করার মাধ্যমে আমাদের সেবা করেন।
সমাপনী বক্তব্যে জাবি সায়েন্স ক্লাবের সভাপতি মো. সৌরভ বলেন, আমরা বিশ্বাস করি সায়েন্স ক্লাবের আজকের আয়োজন আগামী দিনের বিজ্ঞানী তৈরিতে সহায়ক হবে। শিক্ষার্থীরা বিজ্ঞান চর্চা ও গবেষণায় উদ্বুদ্ধ হবে। আমরা প্রত্যাশা করি আজকের খুদে বিজ্ঞানীরা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে।
গতকাল (১৭ অক্টোবর, ২০২৫) শুক্রবার ৭ম জেইউএসসি ন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল ২০২৫ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাবি সায়েন্স ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. শফি মুহাম্মদ তারেক, উপদেষ্টা অধ্যাপক মো. ফজলুল করিম পাটোয়ারিসহ ক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
দুইদিন ব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা এ আয়োজনে অংশগ্রহণ করে। প্রথম দিন গণিত অলিম্পিয়াড, রুবিকস কিউব কম্পিটিশন, ৪মিনিট প্রেজেন্টেশন, বিজ্ঞান বিষয়ক উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় দিন সায়েন্স কুইজ, বায়োলজি অলিম্পিয়াড, পোস্টার প্রেজেন্টেশন, প্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এবারের উৎসবে ৮টি সেগমেন্টে ৩৭ জন প্রতিযোগিকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মোট এক লক্ষ টাকার পুরস্কার প্রদান করা হয়। এছাড়া ফেস্টিভালে অংশগ্রহণকারীদের টি-শার্ট ও ই-সার্টিফিকেট প্রদান, প্রাইজমানি প্রদান করা হয়।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
Recent Press Releases
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বার্জার পেইন্টসের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- জাবি সায়েন্স ক্লাবের সায়েন্স ফেস্টিভালের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- জাবি উপাচার্যের সঙ্গে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক প্রকাশ
- মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফারহানা ওয়াহেদ অমি নিহত / উপাচার্যের শোক
- Times Higher Education (THE) র্যাঙ্কিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশে শীর্ষস্থান অর্জন \ উপাচার্যের অভিনন্দন
- দুর্গা পূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহাম ও লক্ষীপূজার ছুটি শেষে নির্বিঘ্নে ক্যাম্পাসে ফিরতে কন্ট্রোল রুম খুলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন
- সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক তারানা বেগমের মাতার মৃত্যুতে উপাচার্যের শোক
- ২০২৪ এর গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণ-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, ন্যায্যতা প্রতিষ্ঠার মধ্য দিয়ে সেই গণ-আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করতে হবে - জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- ইডিজিই এবং বিসিসি প্রতিনিধি দলের আরআইসি পরিচালিত বিভিন্ন গবেষণা প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ