জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বার্জার পেইন্টসের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
Oct 19, 2025

প্রেস বিজ্ঞপ্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বার্জার পেইন্টসের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৯ অক্টোবর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের এর সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে বেলা সাড়ে বারোটায় এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং বার্জার পেইন্টসের পক্ষে ড. এ. এস. এম. ওবায়দুল্লাহ মাহমুদ চুক্তিতে স্বাক্ষর করেন। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সভাপতি ড. মো. সাখাওয়াত হোসেন ও বিভাগীয় অন্যান্য শিক্ষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারক চুক্তির আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগ ও বার্জার পেইন্টস যৌথভাবে প্রাতিষ্ঠানিক সহযোগিতা, গবেষণা কার্যক্রম পরিচালনা, প্রশিক্ষণ, ইন্টার্নশিপসহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক কার্যক্রম পরিচালনা করবে। দ্বিপাক্ষিক শিক্ষা, গবেষণা এবং পারস্পরিক সহযোগিতায় উভয় প্রতিষ্ঠান এ চুক্তির ফলে লাভবান হবে।

 

ড. মোহাম্মদ মহিউদ্দিন

পরিচালক (ভারপ্রাপ্ত)

 

Recent Press Releases