Oct 22, 2025

প্রেস বিজ্ঞপ্তি
মাদকের বিরুদ্ধে আমরা জাহাঙ্গীরনগর অনুষ্ঠানে জাবি উপাচার্য - ‘মাদকাসক্তরা বিভ্রান্ত ও ক্ষতিগ্রস্ত’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২২ অক্টোবর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে আজ বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে মাদকবিরোধী আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। ‘মাদকের বিরুদ্ধে আমরা জাহাঙ্গীরনগর’ শীর্ষক আলোচনা-সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, একেকজন মানুষ একেকটি স্বপ্ন। পিতা-মাতার এই স্বপ্ন পূরণে লক্ষ্যচ্যুত হওয়া যাবে না।
উপাচার্য বলেন, সঙ্গ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এমন কারো সঙ্গে সম্পর্ক স্থাপন করা যাবে না, যাতে স্বভাবে নেতিবাচক পরিবর্তন আসে। মাদকাসক্তরা বিভ্রান্ত ও ক্ষতিগ্রস্ত। এ জন্য সব সময় মাদক ও মাদক-সংশ্লিষ্টদের থেকে দূরে থাকতে হবে। নিজে মাদকের বিরুদ্ধে সচেতন থাকার পাশাপাশি সহপাঠী, আত্মীয়-স্বজন ও প্রতিবেশিদেরও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে হবে।
অনুষ্ঠানে প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম তাঁর স্বাগত বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কেউ মাদকের সঙ্গে যুক্ত হলে তার বিরুদ্ধে প্রশাসন সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সভায় আলোচকের বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মাজহারুল ইসলাম বলেন, মানুষ কৌতুহল থেকে মাদক গ্রহণ করে। একবার মাদকাসক্ত হলে স্বাভাবিক জীবনে ফিরে আসা কঠিন। ছোট মাদক গ্রহণের মধ্য দিয়ে মাদকে প্রবেশ শুরু হয়। এরপর সে মাদকের বিভিন্ন দ্রব্যে নিজেকে জড়িয়ে ফেলে। আসক্তদের সর্বোচ্চ ১৭ শতাংশ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। এ জন্য মাদক থেকে দূরে থাকা সবচেয়ে উত্তম।
সভায় সভাপতিত্ব করেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দীন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- মাদকাসক্তরা বিভ্রান্ত ও ক্ষতিগ্রস্ত - জাবি উপাচার্য
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বার্জার পেইন্টসের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- জাবি সায়েন্স ক্লাবের সায়েন্স ফেস্টিভালের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- জাবি উপাচার্যের সঙ্গে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক প্রকাশ
- মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফারহানা ওয়াহেদ অমি নিহত / উপাচার্যের শোক
- Times Higher Education (THE) র্যাঙ্কিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশে শীর্ষস্থান অর্জন \ উপাচার্যের অভিনন্দন
- দুর্গা পূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহাম ও লক্ষীপূজার ছুটি শেষে নির্বিঘ্নে ক্যাম্পাসে ফিরতে কন্ট্রোল রুম খুলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন
- সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক তারানা বেগমের মাতার মৃত্যুতে উপাচার্যের শোক
- ২০২৪ এর গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণ-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, ন্যায্যতা প্রতিষ্ঠার মধ্য দিয়ে সেই গণ-আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করতে হবে - জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান