আইবিএ এবং ‘এ’ ইউনিট-এর ছাত্রীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
Dec 28, 2025
প্রেস বিজ্ঞপ্তি
আইবিএ এবং ‘এ’ ইউনিট-এর ছাত্রীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৮ ডিসেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডিমিনস্ট্রেশন- আইবিএ-জেইউ এবং ‘এ’ ইউনিটভুক্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র ছাত্রীদের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। সকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গণিত ও পরিসংখ্যান ভবন এবং আইন অনুষদ (অডিটোরিয়াম) ভবন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মাহবুব কবির, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডিমিনস্ট্রেশনের ২৫টি ছাত্র ও ২৫টি ছাত্রী আসনের বিপরীতে ৩ হাজার ৩১২ জন ছাত্র এবং ২ হাজার ১শ জন ছাত্রী আবেদন করেছেন। ‘এ’ ইউনিটভুক্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র ভর্তি পরীক্ষায় ২১৩টি ছাত্র ও ২১৩টি ছাত্রী আসনের বিপরীতে ৩৮ হাজার ১২ জন ছাত্র ও ২২ হাজার ৩৪০ জন ছাত্রী আবেদন করেছেন।
আগামীকাল ‘এ’ ইউনিটভুক্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র ছাত্রদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে 'সি' ইউনিটভুক্ত কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, 'বি' ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদ, 'ই' ইউনিটভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদ, ‘ডি’ ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদের ফলাফল এবং ‘সি-১’ ইউনিটভুক্ত কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের ফলাফল ও মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ফলাফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট ju-admission.org এ পাওয়া যাবে।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
Recent Press Releases