Mar 26, 2025

প্রেস বিজ্ঞপ্তি
যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৬ মার্চ ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এ সময় উপাচার্য বলেন, ১৯৭১ এর সাথে ২০২৪ এর কোনো দ্বন্দ্ব নেই। ২০২৪ এর পরে যে বিভ্রান্তি লক্ষ করছি, তাতে ঐক্য বিনষ্ট হবার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, অন্যায়, বৈষম্য, মাফিয়ার বিরুদ্ধে ঐক্য ধরে রাখা জরুরি। যে কোনো মূল্যে ঐক্য অক্ষুণ্ণ রাখতে হবে। ন্যায়ভিত্তিক মূল্যাবোধের ওপর প্রতিষ্ঠিত একটা স্বপ্নের বাংলাদেশ রচনা করতে সকলে একযোগে কাজ করতে হবে। উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর শিক্ষক সমিতি, মহিলা ক্লাব, অফিসার সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, বিভিন্ন আবাসিক হল এবং বিভাগের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে ভোর ৫.৫৭ মিনিটে সূর্যোদয়ের সময় প্রশাসনিক ভবনে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান জাতীয় পতাকা এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। এ সময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান এবং অন্যান্য শিক্ষক-কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
‘গণহত্যা দিবস’ পালিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২৫শে মার্চ ‘গণহত্যা দিবস’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাত সাড়ে দশটায় এক মিনিট প্রতীকী “ব্লাক-আউট” কর্মসূচি পালন করা হয়।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট কর্তৃক গৃহীত পদক্ষেপ
- উপাচার্যের সঙ্গে নিপ্পন কোয়েই জাপান প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- আান্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু- উদ্বোধনী খেলায় সরকার ও রাজনীতি বিভাগ জয়ী
- বিশ্বব্যাংক প্রতিনিধিদলের বিশ্ববিদ্যালয় পরিদর্শন ও উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
- জাকসু ও হল সংসদের খসড়া গঠনতন্ত্র উপাচার্যের নিকট হস্তান্তর
- ইলেকট্রিক ভীহকল (ইভি) শাটল সার্ভিসের উদ্বোধন
- `Teacher's Induction Program on Tools for Quality Improvement’- শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কমর্শালা
- সমাজবিজ্ঞান অনুষদে ‘গবেষণা পদ্ধতি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের সম্প্রসারিত নতুন ভবন নির্মাণের জন্য নির্ধারিত স্থান ও মাস্টারপ্ল্যান প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- জাবিইপা’র পাঁচদিনব্যাপী বইমেলার উদ্বোধন