May 20, 2025

প্রেস বিজ্ঞপ্তি
জীববিজ্ঞান অনুষদে বার্ষিক গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০ মে ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের গবেষণা প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপন বিষয়ক সেমিনার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, বিশ্ব র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে জীববিজ্ঞান অনুষদের ভূমিকা প্রশংসনীয়। এ অনুষদভুক্ত শিক্ষকরাও গবেষক হিসেবে বিশ্ব র্যাঙ্কিংয়ে ভালো অবস্থান করে নিয়েছেন। উপাচার্য বলেন, শিক্ষকদের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে নির্ভরযোগ্য ডেটাবেইজ স্থাপন ও প্রয়োজনীয় সাবস্ক্রিপশন গ্রহণের বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি বিশ্ববিদ্যালয়কে র্যাঙ্কিংয়ে এগিয়ে নিতে সকল শিক্ষকের গবেষণার তথ্য ওয়েবসাইটে আপলোড করার আহ্বান জানান। উপাচার্য গবেষণা প্রবন্ধ সুপ্রতিষ্ঠিত জার্নালে প্রকাশে বিশ্ববিদ্যালয় থেকে প্রণোদনা ও আর্থিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বিশ্ববিদ্যালয়ের জার্নালগুলোর মানোউন্নয়নেও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য কার্যকরী পদক্ষেপ ও প্রকল্প গ্রহণেরও আহ্বান জানান।
আজ সকাল সাড়ে দশটায় ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত এ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার।
উদ্বোধনী অনুষ্ঠানের পর নিজ নিজ বিভাগে শিক্ষকগণ তাঁদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- নতুন করে যারা রাষ্ট্রীয় দায়িত্বে আসবেন, তারা জুলাই-আগস্টের শোককে শক্তিতে রূপান্তরিত করবেন -জাবি উপাচার্য
- আমরা বিভাজিত হলে, পরাজিত শক্তি জয়ী হবে -জাবি উপাচার্য
- JULY WOMEN’S DAY পালিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে নিরাপত্তা টিম গঠিত হচ্ছে
- ফার্মেসী বিভাগের অধ্যাপক ও শিক্ষক সমিতির সভাপতি ড. মো. সোহেল রানার মাতা দিলারা বেগমের মৃতু্যতে উপাচার্যের শোক
- ডিজিটাল স্কিলস্ ফর স্টুডেন্টস’-এর প্রশিক্ষণ কর্মসূচির সনদপত্র বিতরণ
- আন্ত:বিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় দর্শন বিভাগ চ্যাম্পিয়ন
- মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে কনসালটিং ফার্ম নিয়োগের দরপত্র প্রকাশ
- প্রগ্রেস অন ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড ইনোভেশন রিসার্চ প্রজেক্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাবি উপাচার্যের সঙ্গে লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ