তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন ঠিকানা উদ্বোধন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
Aug 24, 2025

প্রেস বিজ্ঞপ্তি 

তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন ঠিকানা উদ্বোধন

ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৪ আগস্ট ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন ঠিকানা উদ্বোধন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সিএলসি ছাত্র সংসদের আয়োজনে আজ সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, তুলনামূলক সাহিত্য জ্ঞানের এমন একটি শাখা যেখানে একাধিক জ্ঞানের শাখার মধ্যে তুলনা করা ও সম্পর্ক স্থাপন করার সুযোগ রয়েছে। এই ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা নিজেরা জ্ঞান চর্চা করবে এবং অন্যান্যদেরও সমৃদ্ধ করবে। উপাচার্য বলেন, ইনস্টিটিউটের শিক্ষকরা জ্ঞান ও সমাজে নেতৃত্ব দেওয়ার মতো শিক্ষার্থী তৈরি করতে পেরেছেন। তিনি সবাইকে মিলে একসাথে কাজ করে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। 

তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শামীমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. রেজাউল ইসলাম, সিএলসি ছাত্র সংসদের সংসদের সহ-সভাপতি মো. সোহেল রানা এবং সাধারণ সম্পাদক এ কে এম মেহেরাব সিফাত প্রমুখ। অনুষ্ঠানে ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

 

হাফিজুর রহমান

রিপোর্টার

 

Recent Press Releases