Aug 24, 2025

প্রেস বিজ্ঞপ্তি
আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৪ আগস্ট ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী আজ বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।
আন্তঃবিভাগ ব্যাডমিন্টন খেলায় ছাত্রদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের জায়েদ বিন মেহেদী ও রানার্স আপ হয়েছেন অর্থনীতি বিভাগের দিপঙ্কর কুমার ঘোষ। ছাত্রীদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন ইংরেজি বিভাগের মোছা: সিফাত আরা রুমকি ও রানার্স আপ হয়েছেন পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের মোছা: ফাতেমা-তুজ জহুরা।
এছাড়া আন্তঃবিভাগ টেবিল টেনিস খেলায় ছাত্রদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের পাঅং বম, এবং রানার্স আপ হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের রিংইয়া মুরুং। ছাত্রীদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সৈয়দা আলভী খোরশেদ এবং রানার্স আপ হয়েছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের মোছা: আরিফা নাসরীন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস পরিচালনা কমিটির সভাপতি ও প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এ. রাশিদুল আলম। অনুষ্ঠানে শারীরিক শিক্ষা অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) বেগম নাছরীন এবং অংশগ্রহণকারী বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
হাফিজুর রহমান
রিপোর্টার
- বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ‘IoT-Based Smart Liquid Tress for Carbon Footprint Mitigation in Dense Urban Areas of Bangladesh’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন ঠিকানা উদ্বোধন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
- জাকসু ভবনের সংস্কার কাজ শুরু \ ভবন থেকে প্রাক্তন শিক্ষার্থীদের সরঞ্জামাদি সরিয়ে নেওয়ার অনুরোধ
- জাকসু ও হল সংসদ নির্বাচনের নমিনেশন ফরম সংগ্রহ ও জমা শুরু
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর
- ২১ সেপ্টেম্বর ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস শুরু \ পোষ্য ভর্তিতে সংস্কার \ প্রাতিষ্ঠানিক সুবিধার আওতায় সীমিত পরিসরে শর্ত সাপেক্ষে পোষ্য ভর্তির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা - সামান্যতম নৈতিক বিচ্যুতিতেই আমাদের সব অর্জন হারিয়ে যেতে পারে -জাবি উপাচার্য
- ‘জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র শিক্ষকদের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- চারুকলা বিভাগে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত