আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
Aug 24, 2025

প্রেস বিজ্ঞপ্তি 

আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৪ আগস্ট ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী আজ বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।

 

আন্তঃবিভাগ ব্যাডমিন্টন খেলায় ছাত্রদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের জায়েদ বিন মেহেদী ও রানার্স আপ হয়েছেন অর্থনীতি বিভাগের দিপঙ্কর কুমার ঘোষ। ছাত্রীদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন ইংরেজি বিভাগের মোছা: সিফাত আরা রুমকি ও রানার্স আপ হয়েছেন পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের মোছা: ফাতেমা-তুজ জহুরা।  

 

এছাড়া আন্তঃবিভাগ টেবিল টেনিস খেলায় ছাত্রদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের পাঅং বম, এবং রানার্স আপ হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের রিংইয়া মুরুং। ছাত্রীদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সৈয়দা আলভী খোরশেদ এবং রানার্স আপ হয়েছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের মোছা: আরিফা নাসরীন। 

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস পরিচালনা কমিটির সভাপতি ও প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এ. রাশিদুল আলম। অনুষ্ঠানে শারীরিক শিক্ষা অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) বেগম নাছরীন এবং অংশগ্রহণকারী বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

হাফিজুর রহমান

রিপোর্টার

 

Recent Press Releases