নির্মাণ শ্রমিক রাকিব-এর মর্মান্তিক মৃত্যু I প্রশাসনের শোক ও তদন্ত কমিটি গঠন
Nov 01, 2025
Nov 01, 2025
প্রেস বিজ্ঞপ্তি (শোকবার্তা)
নির্মাণ শ্রমিক রাকিব-এর মর্মান্তিক মৃত্যু।। প্রশাসনের শোক ও তদন্ত কমিটি গঠন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৩১ অক্টোবর ২০২৫
'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন' শীর্ষক প্রকল্পের আওতায় নির্মাণাধীন একটি আবাসিক ভবনের আটতলা থেকে পড়ে রাকিব (২৬) নামে একজন নির্মাণ শ্রমিক আজ (৩১ অক্টোবর ২০২৫) নিহত হয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সংশ্লিষ্ট সূত্র জানা গেছে যে, বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকায় ৪র্থ শ্রেণির কর্মচারীদের জন্য নির্মিত ১০-তলা ভবনের ৮-তলা থেকে নির্মাণ বর্জ্য ভর্তি বস্তা মাথায় তুলে খোলা জানালা দিয়ে সরাসরি নিচে ফেলতে গিয়ে ভারসাম্য হারিয়ে বস্তার সাথে সাথে তিনি নিজেও নিচে পড়ে যান। নিচে জমাকৃত নির্মাণ বর্জ্যের স্তুপ এর ওপর পড়ে রাকিব গুরুতর আঘাত পান। তাৎক্ষণিকভাবে সেখানে কর্মরত ফোরম্যান রাকিবের বড় ভাইকে জানালে তিনি তাঁকে সাভারের ইসলামিয়া হাসপাতালে তাঁদের পূর্ব পরিচিত ডাক্তারের কাছে নেবার পরামর্শ দেন। কিন্তু সেখানকার চিকিৎসক গুরুতর আহত রাকিবকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। উল্লেখ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপ-উপাচার্য (প্রশাসন)-কে বিষয়টি অবহিত করলে তিনি এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করে আহত রাকিবের চিকিৎসার বিষয়ে ইমার্জেন্সি ইউনিটকে প্রস্তুত করে রাখেন। রাকিবকে সেখানে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত অবস্থায় পান এবং তা ঘোষণা করেন।
নির্মাণ শ্রমিক রাকিবের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে এবং প্রকল্পের নির্দেশে দাফন-কাফনসহ আনুষঙ্গিক প্রাথমিক ব্যয় নির্বাহ করার জন্য সংশ্লিষ্ট নির্মাণ প্রতিষ্ঠান প্রথম ধাপে ২ লক্ষ টাকা প্রদান করেছে এবং পরবর্তীতে প্রয়োজনীয় অন্যান্য করণীয় সম্পন্ন করবে বলে জানিয়েছে।
প্রশাসনের শোক ও তদন্ত কমিটি গঠন।
নির্মাণ শ্রমিক রাকিবের অকাল মৃত্যুতে উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় উপ-উপাচার্য (শিক্ষা) বলেন, নির্মাণ শ্রমিক রাকিবের মৃত্যু বেদনার ও দুঃখের। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু তাঁর পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে প্রয়াত রাকিবের আত্মার মাগফেরাত কামনা করেন। উপ-উপাচার্য (শিক্ষা) জানান, নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনা জানার পর পরই জরুরী প্রশাসনিক সভা আহবান করা হয় এবং এই সভায় নির্মানাধীন ভবনের চারপাশে ২য় তলা লেভেলে মানসম্মত সেফটি নেট (নিরাপত্তা বেষ্টনি) এবং নির্মাণ বর্জ্য নিচে নামানো ও প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী উপরে তুলবার জন্য বেল্ট প্লাটফর্ম স্থাপন না করা পর্যন্ত ১-তলার ওপরে নির্মাণাধীন সকল ভবনের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। উপ- উপাচার্য (শিক্ষা) নির্মানাধীন সকল প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে এ ধরনের দুর্ঘটনা রোধে সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠান ও নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ নির্মাণ শ্রমিক সরবরাহকারীর কোন গাফিলতি আছে কিনা, তা খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন এবং তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তের কথাও জানান।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
Recent Press Releases
- প্রজাপতিসহ সকল প্রাণীর প্রতি আমাদের মানবিক ও যথাযথ আচরণ করতে হবে - জাবি উপাচার্য
- চ্যান্সেলর কাপ আন্তঃহল ফুটবল এবং ছাত্রীদের উপাচার্য কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা উদ্বোধন \ উদ্বোধনী খেলায় ১০ নং (ছাত্র) হল ১-০ গোলে জয়ী
- ‘১৫তম এশিয়ান রিজিওনাল কনফারেন্স অফ আইএ-ইজি’ শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত \ সমাজের টেকসই উন্নয়নের জন্য ভূতাত্ত্বিক প্রকৌশলীদের ভূমিকা অপরিহার্য -জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় দর্শন বিভাগ চ্যাম্পিয়ন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এর সমঝোতা স্মারক চুক্তি দ্বিতীয় মেয়াদে নবায়ন
- নারী শিক্ষার্থীদের জন্য নব নির্মিত খেলার মাঠ ও জাকসু কর্তৃক আয়োজিত ছাত্রীদের আন্তঃফ্যাকাল্টি ও ইনস্টিটিউট হ্যান্ডবল প্রতিযোগিতা উদ্বোধন
- ১ম বর্ষের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত \ মেধা চর্চার পাশাপাশি, নৈতিকভাবে আলোকিত মানুষ হতে হবে - উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- ‘Celebrating Innovation and Capacity Building in Geospatial Science’ শীর্ষক GIS Day 2025 উদযাপন ও বিশেষায়িত কর্মশালা অনুষ্ঠিত
- মেডিক্যালে মূল্যবান ঔষধ হস্তান্তর \ চিকিৎসা সেবা গ্রহণে শিক্ষার্থীদের আইডি কার্ড এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন আইডির নম্বর প্রয়োজন হবে
- এশিয়া কাপ বাছাই পর্বে বাংলাদেশের জয় \ জাবি উপাচার্যের অভিনন্দন