Nov 01, 2025
প্রেস বিজ্ঞপ্তি
ন্যাচার ফেস্ট-২০২৫ উদযাপন / পরিবেশ সচেতনতা বৃদ্ধির তাগিদ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০১ নভেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ন্যাচার কনজারভেশন ইনিশিয়েটিভ (এনসিআই)-এর উদ্যোগে তরুণদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ন্যাচার ফেস্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১লা নভেম্বর) সকাল আটটায় এনভোলিড এবং জিআরএম কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। এছাড়া বিশেষ অতিথি উপ-উপাচার্য (প্রশাসন), অধ্যাপক ড. সোহেল আহমেদ ,
এনসিআই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মনোয়ার হোসেন , এনসিআই উপদেষ্টা অধ্যাপক মোঃ জামাল উদ্দিন, অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, জিআরএম সভাপতি আব্দুল হামিদ, এনভোলিড প্রধান নির্বাহী কর্মকর্তা মোরশেদুল বারী, এনসিআই সভাপতি ফাতিন ইদরাক, এবং সাধারণ সম্পাদ পূর্ণিমা কবীর উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজনে বৃক্ষরোপণ, নামফলক স্থাপন, শিশুদের জন্য আঁকা প্রতিযোগিতা, ফটো এক্সিবিশন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশবান্ধব উদ্ভাবন প্রদর্শনী, পোস্টার প্রেজেন্টেশন, কুইজ প্রতিযোগিতা এবং ট্রেজার হান্টসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষ হয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়ার মাধমে।
উল্লেখ্য, এই অনুষ্ঠানের মাধ্যমে, তরুণ প্রজন্মকে পরিবেশের প্রতি আরও সচেতন এবং দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করার পাশাপাশি টেকসই ভবিষ্যত নির্মাণে
ভূমিকা রাখার সুযোগ তৈরি করা হয়েছে।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- ন্যাচার ফেস্ট-২০২৫ উদযাপন / পরিবেশ সচেতনতা বৃদ্ধির তাগিদ
- নির্মাণ শ্রমিক রাকিব-এর মর্মান্তিক মৃত্যু I প্রশাসনের শোক ও তদন্ত কমিটি গঠন
- 'Digital Contents: Information, Risk and Ethics' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশ কেন্দ্র আনন্দশালা'র ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- জাবি উপাচার্য পাঁচদিনের সফরে চীন যাচ্ছেন
- আফসানা করিম রাচি স্মৃতি সড়কের ফলক উন্মোচন
- মাদকাসক্তরা বিভ্রান্ত ও ক্ষতিগ্রস্ত - জাবি উপাচার্য
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বার্জার পেইন্টসের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- জাবি সায়েন্স ক্লাবের সায়েন্স ফেস্টিভালের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- জাবি উপাচার্যের সঙ্গে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ