ন্যাচার ফেস্ট-২০২৫ উদযাপন / পরিবেশ সচেতনতা বৃদ্ধির তাগিদ
Nov 01, 2025

প্রেস বিজ্ঞপ্তি

 

ন্যাচার ফেস্ট-২০২৫ উদযাপন / পরিবেশ সচেতনতা বৃদ্ধির তাগিদ 

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০১ নভেম্বর ২০২৫

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ন্যাচার কনজারভেশন ইনিশিয়েটিভ (এনসিআই)-এর উদ্যোগে তরুণদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ন্যাচার ফেস্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১লা নভেম্বর) সকাল আটটায় এনভোলিড এবং জিআরএম কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। এছাড়া বিশেষ অতিথি উপ-উপাচার্য (প্রশাসন), অধ্যাপক ড. সোহেল আহমেদ , 

এনসিআই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মনোয়ার হোসেন , এনসিআই উপদেষ্টা অধ্যাপক মোঃ জামাল উদ্দিন, অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, জিআরএম সভাপতি আব্দুল হামিদ, এনভোলিড প্রধান নির্বাহী কর্মকর্তা মোরশেদুল বারী, এনসিআই সভাপতি ফাতিন ইদরাক, এবং সাধারণ সম্পাদ পূর্ণিমা কবীর উপস্থিত ছিলেন।

 

দিনব্যাপী আয়োজনে বৃক্ষরোপণ, নামফলক স্থাপন, শিশুদের জন্য আঁকা প্রতিযোগিতা, ফটো এক্সিবিশন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশবান্ধব উদ্ভাবন প্রদর্শনী, পোস্টার প্রেজেন্টেশন, কুইজ প্রতিযোগিতা এবং ট্রেজার হান্টসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষ হয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়ার মাধমে।  

 

উল্লেখ্য, এই অনুষ্ঠানের মাধ্যমে, তরুণ প্রজন্মকে পরিবেশের প্রতি আরও সচেতন এবং দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করার পাশাপাশি টেকসই ভবিষ্যত নির্মাণে 

ভূমিকা রাখার সুযোগ তৈরি করা হয়েছে।

 

 

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি

পরিচালক (ভারপ্রাপ্ত)

Recent Press Releases