Oct 16, 2019

প্রেস বিজ্ঞপ্তি
জাবি পরিবহন পুলে নতুন ৩টি বাস যুক্ত ॥
লেখাপড়া সম্পন্নকারী শিক্ষার্থীদের
অবিলম্বে হল ছাড়ার নির্দেশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৬ অক্টোবর ২০১৯।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে আজ নতুন ৩টি বাস যুক্ত করা হয়েছে। বাস তিনটির মধ্যে নতুন ক্রয়কৃত ২টি এবং অপরটি মেরামতকৃত বাস। এছাড়াও বিশ^বিদ্যালয়ের ২জন প্রো-উপাচার্যের জন্য ২টি জীপ গাড়ি ক্রয় করা হয়েছে। বিশ^বিদ্যালয়ের অর্থায়নে ক্রয়কৃত নতুন ২টি বাসের মধ্যে একটি হিনো বাস, যার মূল্য ৭৮ লাখ ৫০ হাজার টাকা এবং অপরটি এইচার (ঊওঈঐঊজ) কোম্পানীর, যার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। পুরনো বাসটি মেরামত করে নতুনভাবে চলাচল উপযোগী করতে ব্যয় হয়েছে সাড়ে ৬ লাখ টাকা। ২জন প্রো-উপাচার্যের জীপ গাড়ি বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে ক্রয় করা হয়েছে। প্রতিটি জীপ গাড়ির দাম ৯২ লাখ টাকা।
আজ বেলা বারোটায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ফিতা কেটে পরিবহন সেবায় তিনটি বাসের সংযুক্তি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আমির হোসেন, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. আলী আজম তালুকদার, অতিরিক্ত ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. খো. লূৎফুল এলাহী, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি উপস্থিত ছিলেন। ফিতা কেটে উদ্বোধনকালে উপাচার্য বলেন, বিশ^বিদ্যালয়ের অবকাঠামো ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। বিশ^বিদ্যালয়ে অধিকতর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে। বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিটি আবাসিক হলে শিক্ষার্থীদের বাসস্থান নিশ্চিত করতে চান। এটি করা সম্ভব হলে ‘গণরুম’ আর থাকবে না। উপাচার্য তাঁর ভাষণে আরও বলেন, বিশ^বিদ্যালয়ের আবাসিক হলগুলোতে লেখাপড়া সম্পন্নকারী যেসব শিক্ষার্থী অবস্থান করছে, তাদেরকে অবিলম্বে হল ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বাস উদ্বোধনের পর উপাচার্য এবং অন্যান্য ব্যক্তিগণ বাসে উঠে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ অফিস
- চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফোরদৌস-এর অকাল মৃত্যু // উপাচার্যের শোক
- জাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এ নবনির্বাচিত নেতৃবৃন্দকে উপাচার্যের অভিনন্দন
- ‘Digital Entrepreneurship and Innovation Eco-System Development Project for Teachers’ শীর্ষক আইকিউএসি’র প্রশিক্ষণ কর্মশালা শুরু
- লেখক-গবেষক, প্রগতিশীল রাজনীতিবিদ বদরুদ্দীন উমরের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক
- ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস-এর প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত
- 'Applications of Financial Management at Public Sector: Focus on University's Financial Management' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- 'Applications of Financial Management at Public Sector: Focus on University's Financial Management' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- 'Applications of Financial Management at Public Sector: Focus on University's Financial Management' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- 'Applications of Financial Management at Public Sector: Focus on University's Financial Management' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাউথইস্ট ব্যাংকের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত