জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত
Dec 16, 2025

প্রেস বিজ্ঞপ্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত \

‘সবার আগে দেশ এবং আপামর জনসাধারণের কল্যাণ ব্রতই হোক মহান বিজয় দিবসে আমাদের অঙ্গীকার’

-জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৬ ডিসেম্বর ২০২৫

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় আজ মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী নানা ধরনের কর্মসূচির আয়োজন করা হয়। ভোর ৬.৩৩ মিনিটে সূর্যোদয়ের সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান নতুন প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলনের সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান, শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সকাল আটটায় জাতীয় স্মৃতিসৌধে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর, আবাসিক হলের প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপাচার্যের সঙ্গে ছিলেন। উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর শিক্ষক সমিতি, মহিলা ক্লাব, জাকসু’র ভিপি আব্দুর রশিদ জিতুু ও জিএস মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে জাকসু’র নেতৃবৃন্দ, বিভিন্ন হল প্রাধ্যক্ষ, বিভিন্ন ছাত্র এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর উপাচার্য সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। দিবসটি উপলক্ষে উপাচার্য তাঁর এক বাণীতে বলেন, বিজয় দিবস আমাদের মুক্তি, স্বাধীনতা ও জাতি হিসেবে আত্মপরিচয় দেওয়ার এক গর্বের দিন। এই দিবসে আমাদের শপথ করতে হবে দেশের সার্বভৌমত্ব রক্ষার, একতাবদ্ধ থাকার এবং বৈষম্যমুক্ত ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার। তিনি আরও বলেন, আমাদের আরও শপথ করতে হবে বিভাজনের রাজনীতি থেকে মুক্ত থাকার। সবার আগে দেশ এবং আপামর জনসাধারণের কল্যাণ ব্রতই হোক মহান বিজয় দিবসে আমাদের অঙ্গীকার।

 

বিজয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) কর্তৃক সকাল দশটায় বিজয় র‌্যালি ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন ও চিত্র প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাতটায় জাকসুু’র ক্রীড়া সম্পাদক মাহামুদুল হাসান কিরণের উদ্যোগে সাড়ে সাত কিলোমিটার ‘বিজয় দিবস দৌড়’ প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

 

সকাল সাড়ে দশটায় কেন্দ্রীয় খেলার মাঠে উপাচার্য কাপ হ্যান্ডবল (ছাত্রী) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপাচার্য কাপ হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় বেগম সুফিয়া কামাল হল ৫-৩ গোলে নওয়াব ফয়জুন্নেসা হলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে উপাচার্য বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), কোষাধ্যক্ষ, শিক্ষক সমিতির সভাপতি, বিভিন্ন অনুষদের ডিন, প্রাধ্যক্ষ কমিটির সভাপতি, প্রক্টর, হল প্রভোস্ট, জাকসু’র ভিপি ও জিএস, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক এবং অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

বিজয় দিবস উপলক্ষে ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে বিকাল সাড়ে পাঁচটায় এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক আয়োজন করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন ছাত্র সংগঠন নানাধরণের অনুষ্ঠান আয়োজন করে। বিজয় দিবস উপলক্ষে আবাসিক হলগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন আয়োজন করা হয়েছে। 

 

ড. মোহাম্মদ মহিউদ্দিন

পরিচালক (ভারপ্রাপ্ত)

Recent Press Releases