`Social Emotional Wellbeing Orientation and Peer-to-Peer Learning Session’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
Dec 18, 2025
প্রেস বিজ্ঞপ্তি
`Social Emotional Wellbeing Orientation and Peer-to-Peer Learning Session’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৮ ডিসেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে `Social Emotional Wellbeing Orientation and Peer-to-Peer Learning Session’ শীর্ষক সেমিনার আজ সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও ইউনেস্কোর সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব বলেন, জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীরা ট্রমার মধ্য দিয়ে গেছে। এখনো অনেক শিক্ষার্থী এই ট্রমার ভিতরেই আছে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের সুরক্ষা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য সবার আগে নিজেকে জাগ্রহ রাখতে হবে এবং নিজের সম্পর্কে জানতে হবে। একই সাথে শিক্ষার্থীদের আত্ম-মর্যাদা বৃদ্ধি ও বিভিন্ন দক্ষতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, শিক্ষার্থীদের কথা বলা ও বিভিন্ন জায়গায় নেতৃত্বের প্রস্তুতি অর্জন করতে হবে। এটা না করতে পারলে রক্তাক্ত গণ-অভ্যুত্থানের প্রকৃত লক্ষ্য অর্জিত হবে না। দু’একটি ব্যতিক্রম ছাড়া দেশের অভিভাবকরা ব্যর্থ হয়েছেন বলে উপাচার্য মন্তব্য করেন।পরবর্তীতে ছাত্র-জনতা প্রাণ দিয়ে প্রমাণ করেছে যে দেশ যারা নেতৃত্ব দিয়েছেন তারা সঠিক জায়গায় নেই। উপাচার্য মানুষ হিসেবে নিজেদের আরো দায়িত্ববান হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দিন, ইউজিসির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভির রহমান। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
হাফিজুর রহমান
রিপোর্টার
Recent Press Releases