‘সি’ ইউনিট-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
Dec 21, 2025

প্রেস বিজ্ঞপ্তি

‘সি’ ইউনিট-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২১ ডিসেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিভুক্ত কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা আজ শুরু হয়েছে। ‘সি’ ইউনিটের ছাত্রদের ২৩৩টি এবং ছাত্রীদের ২৩৩টি আসনের বিপরীতে ২০ হাজার ৪০১জন ছাত্র এবং ২৭ হাজার ৯৭জন ছাত্রী ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন। আজ ৬ শিফটে এ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

সকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান পুরাতন কলা ভবন ও কলা ও মানবিকী অনুষদের নতুন ভবনে ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন। এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে উপাচার্য বলেন, একাধিক কক্ষে ভর্তি পরীক্ষা পরিদর্শন করে দেখেছি শিক্ষার্থীদের উপস্থিতি প্রায় শতভাগ। শিক্ষার্থীদের সহজে ঢাকা থেকে ক্যাম্পাসে আসার জন্য দু’ঘন্টা পর পর অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হয়েছে। জাকুস, সেনাবাহিনী, পুলিশ, প্রক্টরের নেতৃত্বাধীন শৃঙ্খলা কমিটি এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিস একযোগে কাজ করছে যাতে ভর্তিচ্ছু পরিক্ষার্থীরা কোনো সমস্যার সম্মুখীন না হয়। এর ফলে সকলে নির্বিঘ্নে নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে আসতে পারছে। উপাচার্য ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। উপাচার্য আশা প্রকাশ করেন, নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার পরিবেশ অব্যাহত থাকবে।

আগামীকাল ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ অনুষদের ছাত্রদের ১৬৩টি আসন এবং ছাত্রীদের ১৬৩টি আসনের বিপরীতে ৮ হাজার ৮০১জন ছাত্র ও ১১ হাজার ৭৮৪জন ছাত্রী আবেদন করেছেন। 

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ফলাফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট ju-admission.org এ পাওয়া যাবে।

 

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি

পরিচালক (ভারপ্রাপ্ত)

Recent Press Releases