Jun 12, 2020
প্রেস বিজ্ঞপ্তি
মহামারি করোনাকালে মানুষের জীবন রক্ষামুখী বাজেট পেশ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা- কে জাবি উপাচার্যের অভিনন্দন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৩ জুন ২০২০।
মহামারি করোনাকালে মানুষের জীবন রক্ষামুখী বাজেট পেশ করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পেশকৃত বাজেট জনমানুষকে বাঁচতে শেখাবে এবং মানুষের আয়-উপার্জনের নতুন নতুন পথ দেখাবে। উপাচার্য আশা প্রকাশ করেন, যেভাবে এই বাজেট তৈরি করা হয়েছে, তা বাস্তবায়ন এবং বাস্তবায়নের সক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আছে। উপাচার্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ্য ও দীর্ঘ কর্মজীবন কামনা করেন।
মো. আবদুস সালাম মিঞা
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ অফিস
- নতুন করে যারা রাষ্ট্রীয় দায়িত্বে আসবেন, তারা জুলাই-আগস্টের শোককে শক্তিতে রূপান্তরিত করবেন -জাবি উপাচার্য
- আমরা বিভাজিত হলে, পরাজিত শক্তি জয়ী হবে -জাবি উপাচার্য
- JULY WOMEN’S DAY পালিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে নিরাপত্তা টিম গঠিত হচ্ছে
- ফার্মেসী বিভাগের অধ্যাপক ও শিক্ষক সমিতির সভাপতি ড. মো. সোহেল রানার মাতা দিলারা বেগমের মৃতু্যতে উপাচার্যের শোক
- ডিজিটাল স্কিলস্ ফর স্টুডেন্টস’-এর প্রশিক্ষণ কর্মসূচির সনদপত্র বিতরণ
- আন্ত:বিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় দর্শন বিভাগ চ্যাম্পিয়ন
- মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে কনসালটিং ফার্ম নিয়োগের দরপত্র প্রকাশ
- প্রগ্রেস অন ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড ইনোভেশন রিসার্চ প্রজেক্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাবি উপাচার্যের সঙ্গে লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ