Aug 21, 2025

প্রেস বিজ্ঞপ্তি
জাকসু ভবনের সংস্কার কাজ শুরু \
ভবন থেকে প্রাক্তন শিক্ষার্থীদের সরঞ্জামাদি সরিয়ে নেওয়ার অনুরোধ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২১ আগস্ট ২০২৫
আসন্ন ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫’ উপলক্ষে জাকসু ভবনের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম আজ সকাল ৯টা থেকে শুরু হয়েছে। জাকসু ভবনের সংস্কার কাজ সুষ্ঠুভাবে এগিয়ে নিতে সহযোগিতা করতে ৪৫ তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের জন্য জাকসু ভবনে রাখা সরঞ্জামাদি আগামীকাল দুপুর ১২টার মধ্যে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও প্রকৌশল অফিসের অফিস প্রধান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. সোহেল আহমেদ আজ সকালে জাকসু ভবন সংস্কারের কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহুল কাঙ্ক্ষিত জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন কার্যালয় ও জাকসু ভবনের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রশাসনকে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছিলো। ইতোমধ্যে জাকসু নির্বাচন কমিশন কার্যালয় প্রস্তুত করা হয়েছে। আর আজ থেকে জাকসু ভবন সংস্কারের কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্টদের আগামী ৩১ আগস্টের মধ্যে জাকসু ভবন প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করার নির্দেশনা দিয়েছি, যাতে করে আগামী ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে গঠিত জাকসু সদস্যগণ তাদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- জাকসু ভবনের সংস্কার কাজ শুরু \ ভবন থেকে প্রাক্তন শিক্ষার্থীদের সরঞ্জামাদি সরিয়ে নেওয়ার অনুরোধ
- জাকসু ও হল সংসদ নির্বাচনের নমিনেশন ফরম সংগ্রহ ও জমা শুরু
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর
- ২১ সেপ্টেম্বর ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস শুরু \ পোষ্য ভর্তিতে সংস্কার \ প্রাতিষ্ঠানিক সুবিধার আওতায় সীমিত পরিসরে শর্ত সাপেক্ষে পোষ্য ভর্তির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা - সামান্যতম নৈতিক বিচ্যুতিতেই আমাদের সব অর্জন হারিয়ে যেতে পারে -জাবি উপাচার্য
- ‘জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র শিক্ষকদের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- চারুকলা বিভাগে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- নিয়মিত শিক্ষাপর্ব সম্পন্ন হয়েছে এমন শিক্ষার্থীদের আগামী ১৬ আগস্ট ২০২৫ এর মধ্যে হলত্যাগের নির্দেশ
- রক্তাক্ত জুলাই-২৪ ও গণঅভ্যুত্থান স্মরণে নির্মিত তথ্যচিত্রসমূহ ও অন্যান্য আয়োজনে আন্দোলনে অংশগ্রহণকারী সকলে অন্তর্ভুক্তি না হওয়ায় দুঃখপ্রকাশ
- ইতিহাস বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত