জাকসু ভবনের সংস্কার কাজ শুরু \ ভবন থেকে প্রাক্তন শিক্ষার্থীদের সরঞ্জামাদি সরিয়ে নেওয়ার অনুরোধ
Aug 21, 2025

প্রেস বিজ্ঞপ্তি 

জাকসু ভবনের সংস্কার কাজ শুরু \

ভবন থেকে প্রাক্তন শিক্ষার্থীদের সরঞ্জামাদি সরিয়ে নেওয়ার অনুরোধ

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২১ আগস্ট ২০২৫

আসন্ন ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫’ উপলক্ষে জাকসু ভবনের  প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম আজ সকাল ৯টা থেকে শুরু হয়েছে। জাকসু ভবনের সংস্কার কাজ সুষ্ঠুভাবে এগিয়ে নিতে সহযোগিতা করতে ৪৫ তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের জন্য জাকসু ভবনে রাখা সরঞ্জামাদি আগামীকাল দুপুর ১২টার মধ্যে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। 

 

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও প্রকৌশল অফিসের অফিস প্রধান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. সোহেল আহমেদ আজ সকালে জাকসু ভবন সংস্কারের কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহুল কাঙ্ক্ষিত জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন কার্যালয় ও জাকসু ভবনের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রশাসনকে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছিলো। ইতোমধ্যে জাকসু নির্বাচন কমিশন কার্যালয় প্রস্তুত করা হয়েছে। আর আজ থেকে জাকসু ভবন সংস্কারের কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্টদের আগামী ৩১ আগস্টের মধ্যে জাকসু ভবন প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করার নির্দেশনা দিয়েছি, যাতে করে আগামী ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে গঠিত জাকসু সদস্যগণ তাদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন। 

 

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি

পরিচালক (ভারপ্রাপ্ত)

 

Recent Press Releases