এশিয়া কাপ বাছাই পর্বে বাংলাদেশের জয় \ জাবি উপাচার্যের অভিনন্দন
Nov 19, 2025

প্রেস বিজ্ঞপ্তি (অভিনন্দন বার্তা)

 

এশিয়া কাপ বাছাই পর্বে বাংলাদেশের জয় \ জাবি উপাচার্যের অভিনন্দন

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৯ নভেম্বর ২০২৫

 

এশিয়া কাপ বাছাই পর্বে বাংলাদেশ ১-০ গোলে ভারতকে পরাজিত করায় অভিনন্দন জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। গতকাল ঢাকায় জাতীয় স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

 

উপাচার্য তাঁর অভিনন্দন বার্তায় বলেন, ভারত শক্তিশালী দল। দীর্ঘ ২২ বছর পরে ভারতের বিরুদ্ধে এই জয় বাংলাদেশের ফুটল নিয়ে আমাদের আশান্বিত করছে। উপাচার্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। তিনি জাতীয় ফুটবল দলের অব্যাহত সাফল্য কামনা করেন। 

 

এদিকে, এ জয়ে বাংলাদেশ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও কেন্দ্রীয় স্পোর্টস কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি বলেন, এই জয়ে বাংলাদেশ দল আরো উজ্জীবিত হবে।

 

 

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি

পরিচালক (ভারপ্রাপ্ত)

 

Recent Press Releases