মেডিক্যালে মূল্যবান ঔষধ হস্তান্তর \ চিকিৎসা সেবা গ্রহণে শিক্ষার্থীদের আইডি কার্ড এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন আইডির নম্বর প্রয়োজন হবে
Nov 19, 2025
প্রেস বিজ্ঞপ্তি
মেডিক্যালে মূল্যবান ঔষধ হস্তান্তর \ চিকিৎসা সেবা গ্রহণে শিক্ষার্থীদের আইডি কার্ড এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন আইডির নম্বর প্রয়োজন হবে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৯ নভেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে বিভিন্ন ধরনের এন্টিবায়োটিকসহ একাধিক মূল্যবান ঔষধ হস্তান্তর করা হয়েছে। আজ বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এসব ঔষধ হস্তান্তর করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব ঔষধ গ্রহণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের মেডিক্যালে হস্তান্তর করেন।
ঔষধ হস্তান্তরকালে উপ-উপাচার্য (প্রশাসন) এবং বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. সোহেল আহমেদ বলেন, আমাদের বর্তমান শিক্ষার্থীরাই যাতে এসব মূল্যবান ঔষধ থেকে উপকার পায়। এজন্য এসব যথাযথ ব্যবহার নিশ্চিত করতে শিক্ষার্থীদের সেবা গ্রহণের সময় আইডি কার্ড প্রদর্শন করতে হবে এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ বেতন আইডি নম্বর বলতে হবে। সভায় উপ-উপাচার্য (প্রশাসন) আরও জানান, এসব মূল্যবান ঔষধ চিকিৎসাকেন্দ্রে যুক্ত হবার ফলে দীর্ঘদিন ধরে চিকিৎসা কেন্দ্র সম্পর্কে অংশীজনের মধ্যে যে অসন্তোষ ছিলো তা দূর হবে। তিনি আশা প্রকাশ করেন, নাপা সেন্টার অভিধা থেকে এ বিশ্ববিদ্যালয় একটি পরিপূর্ণ মেডিক্যাল সেন্টার পাবে।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রধান মেডিক্যাল অফিসার ডা. মো. শামছুর রহমান, জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু, শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবায়দা উসামা, স্বাস্থ্য ও খাদ্যনিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারক, কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতীসহ অন্যান্য নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের নেতৃত্বাধীন বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণের পর চিকিৎসা কেন্দ্রের নিন্মোক্ত সংস্কার কার্যক্রম সম্পন্ন করেছে।
১. চিকিৎসা কেন্দ্রে Male ward and Female ward ওয়াল টাইলস করণ।
২. নার্স (সেবিকা) কক্ষের ওয়াল টাইলস করণ।
৩. নেবুলাইজার কক্ষে ফ্লোর ও ওয়াল টাইলস করণ।
৪. ছয়টি (৬) ডক্টরস কক্ষে টাইলস করণ।
৫. চারটি (৪) টি কক্ষে গীজার স্থাপন কাজ।
৬. প্যাথলজি কক্ষে ওয়াল টাইলস করণ।
৭. ফার্মাসিস্টদের কক্ষ সংস্কার কাজ চলমান।
৮. নামাজ কক্ষে টাইলস করণ।
৯. ফিজিওথেরাপি কক্ষে (পুরাতন CMO) বৃহৎ পরিসরে সংস্কারকরন (দরজা, জানালা পরিবর্তন, ফ্লোর, ওয়াল, টাইলস করা, বাথরুমে কমোড পরিবর্তন)।
১০. রাত্রি কালীন কর্তব্যরত ডক্টর এর বিশ্রাম কক্ষে ফ্লোর এবং ওয়াল টাইলস করণ।
১১. এম্বুলেন্স ড্রাইভার দের বিশ্রাম কক্ষ সংস্কার করণ।
১২. পুরাতন ভবনে দায়িত্বরত অফিসার, কর্মচারীদের কক্ষ সংস্কার করণ।
১৩. নতুন ভাবে ওযুখানা নির্মান কাজ।
১৪. সুপেয় পানি পানের জন্য ফিল্টার স্থাপন।
১৫. সার্বক্ষণিক পানি সরবরাহ নিশ্চিত করণের জন্য 3Hz power pump স্থাপন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
Recent Press Releases