Aug 07, 2025

প্রেস বিজ্ঞপ্তি
আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
উদ্বোধনী খেলায় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ জয়ী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৭ আগস্ট ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আজ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৫-২৬ শুরু হয়েছে। সকালে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, খেলাধুলা শারীরিক সুস্থতার অন্যতম অংশ । আমরা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতাগুলোতে ফেয়ার প্লে, সহযোগিতা, সহমর্মিতা ও প্রতিপক্ষকে সম্মান প্রদর্শনের সংস্কৃতি দেখতে চাই। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে খেলার উন্নয়নে বর্তমান প্রশাসন একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক দু'টি মাঠ খুব দ্রুতই উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) বেগম নাছরীন এবং অংশগ্রহণকারী বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ ১-০ গোলে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটকে পরাজিত করে। অপর খেলায় উদ্ভিদবিজ্ঞান বিভাগ ১-০ গোলে মার্কেটিং বিভাগকে পরাজিত করে।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
- কলা ও মানবিকী অনুষদের সম্প্রসারিত ভবনের নির্মাণ কাজ উদ্বোধন
- গবেষণা প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি \ প্রকল্প প্রতি সর্বোচ্চ বরাদ্দ ১ লাখ ৫০ হাজার টাকা
- গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের সম্প্রসারিত ভবন নির্মাণের প্রস্তাবিত স্থানে গাছ উপড়ে ফেলার বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন প্রশাসনিক সভায় গৃহীত এবং অধিকতর উন্নয়ন শীর্ষক প্রকল্পের সকল নির্মাণ কাজ চালুকরণ
- সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম অক্সফোর্ড ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর হিসেবে আমন্ত্রণ পাওয়ায় উপাচার্যের অভিনন্দন
- বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ‘IoT-Based Smart Liquid Tress for Carbon Footprint Mitigation in Dense Urban Areas of Bangladesh’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন ঠিকানা উদ্বোধন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
- জাকসু ভবনের সংস্কার কাজ শুরু \ ভবন থেকে প্রাক্তন শিক্ষার্থীদের সরঞ্জামাদি সরিয়ে নেওয়ার অনুরোধ
- জাকসু ও হল সংসদ নির্বাচনের নমিনেশন ফরম সংগ্রহ ও জমা শুরু
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর