Aug 26, 2025

প্রেস বিজ্ঞপ্তি (অভিনন্দন বার্তা)
সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম
অক্সফোর্ড ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর হিসেবে আমন্ত্রণ পাওয়ায় উপাচার্যের অভিনন্দন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৬ আগস্ট ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর হিসেবে আমন্ত্রণ পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। ড. ইসলাম অক্সফোর্ড ইউনিভার্সিটির ‘সেন্টার অন মাইগ্রেশন, পলিসি অ্যান্ড সোসাইটি (Centre on Migration, Policy and Society)’- তে আগামী ১লা অক্টোবর ২০২৫ তারিখে ভিজিটিং প্রফেসর হিসেবে যোগদান করবেন।
আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ‘অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলামের এ অর্জনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনন্দিত। এই নিয়োগ তাঁকে শিক্ষা ও গবেষণায় আরও বেশি অবদান রাখতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মর্যাদা আন্তর্জাতিক পরিসরে আরও বৃদ্ধি করবে। উপাচার্য তাঁর অভিনন্দন বার্তায় অধ্যাপক ইসলামের অব্যাহত সাফল্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেন’।
অক্সফোর্ডে অবস্থানকালে অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম কমনওয়েলথ সেক্রেটারিয়েট লোকাল গভর্নমেন্ট ফোরামের একটি প্ল্যানারি সেশনে বাংলাদেশের স্থানীয় সরকার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশমালা উপস্থাপন করবেন। এখানে বাংলাদেশ বংশোদ্ভূত সিটি কাউন্সিলর ও বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হবে। এছাড়াও, অক্সফোর্ডে অবস্থানকালে তিনি লন্ডন স্কুল অব ইকোনোমিক্স এন্ড পলিটিক্যাল সায়েন্স এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশের জলবায়ু কূটনীতি ও টেকসই উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখবেন।
উল্লেখ্য, ইতোপূর্বে অধ্যাপক ইসলাম অক্সফোর্ড, ক্যামব্রিজ ও হার্ভার্ড ইউনিভার্সিটিতে সুনামের সাথে গুরুত্বপূর্ণ একাডেমিক দায়িত্ব পালন করেছেন।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
- সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম অক্সফোর্ড ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর হিসেবে আমন্ত্রণ পাওয়ায় উপাচার্যের অভিনন্দন
- বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ‘IoT-Based Smart Liquid Tress for Carbon Footprint Mitigation in Dense Urban Areas of Bangladesh’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন ঠিকানা উদ্বোধন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
- জাকসু ভবনের সংস্কার কাজ শুরু \ ভবন থেকে প্রাক্তন শিক্ষার্থীদের সরঞ্জামাদি সরিয়ে নেওয়ার অনুরোধ
- জাকসু ও হল সংসদ নির্বাচনের নমিনেশন ফরম সংগ্রহ ও জমা শুরু
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর
- ২১ সেপ্টেম্বর ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস শুরু \ পোষ্য ভর্তিতে সংস্কার \ প্রাতিষ্ঠানিক সুবিধার আওতায় সীমিত পরিসরে শর্ত সাপেক্ষে পোষ্য ভর্তির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা - সামান্যতম নৈতিক বিচ্যুতিতেই আমাদের সব অর্জন হারিয়ে যেতে পারে -জাবি উপাচার্য
- ‘জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র শিক্ষকদের সমন্বিত ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত