লেখক-গবেষক, প্রগতিশীল রাজনীতিবিদ বদরুদ্দীন উমরের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক
Sep 07, 2025

প্রেস বিজ্ঞপ্তি (শোকবার্তা)

লেখক-গবেষক, প্রগতিশীল রাজনীতিবিদ বদরুদ্দীন উমরের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৭ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি, লেখক-গবেষক ও প্রগতিশীল রাজনীতিবিদ বদরুদ্দীন উমরের মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

 

আজ এক শোক বার্তায় উপাচার্য বলেন, বদরুদ্দীন উমর প্রগতিশীল রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও গবেষক হিসেবে জীবনের শেষ সময় পর্যন্ত রাজনীতি, সমাজ ও সংস্কৃতি নিয়ে সক্রিয় ছিলেন। তাঁর মৃত্যুতে জাতি একজন প্রথিতযশা বুদ্ধিজীবীকে হারলো। বদরুদ্দীন উমর তাঁর গবেষণা ও সৃষ্টি কর্মের মধ্য দিয়ে স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য বদরুদ্দীন উমরের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।

 

উল্লেখ্য, বদরুদ্দীন উমর আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে ৯৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

 

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি

পরিচালক (ভারপ্রাপ্ত)

 

Recent Press Releases