চ্যান্সেলর কাপ আন্তঃহল ফুটবল এবং ছাত্রীদের উপাচার্য কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা উদ্বোধন \ উদ্বোধনী খেলায় ১০ নং (ছাত্র) হল ১-০ গোলে জয়ী
Dec 03, 2025

প্রেস বিজ্ঞপ্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
বিজয় দিবস চ্যান্সেলর কাপ আন্তঃহল ফুটবল এবং ছাত্রীদের উপাচার্য কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা উদ্বোধন \
উদ্বোধনী খেলায় ১০ নং (ছাত্র) হল ১-০ গোলে জয়ী


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০৩ ডিসেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আজ মহান বিজয় দিবস চ্যান্সেলর কাপ আন্তঃহল ফুটবল এবং ছাত্রীদের উপাচার্য কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান সকাল সাড়ে আটটায় প্রতিযোগিতা উদ্বোধন করেন এবং উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি ও প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক ড. আবেদা সুলতানা, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীন, আবাসিক হলসমূহের প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় ১০ নং (ছাত্র) হল রাকিবের দেওয়া একমাত্র গোলে মীর মশাররফ হোসেন হলকে পরাজিত করে। আগামী ৭ ডিসেম্বর ছাত্রীদের উপাচার্য কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হবে।

 
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত) 

Recent Press Releases