নাট্যাচার্য সেলিম আল দীনের ১৯তম প্রয়াণ দিবস পালিত
Jan 14, 2026

প্রেস বিজ্ঞপ্তি

নাট্যাচার্য সেলিম আল দীনের ১৯তম প্রয়াণ দিবস পালিত

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৪ জানুয়ারি ২০২৬

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ নাট্যাচার্য সেলিম আল দীনের ১৯তম প্রয়াণ দিবস পালন করেছে। কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মোজাম্মেল হক সকাল দশটায় প্রয়াণ দিবসের কর্মসূচির উদ্বোধন করেন। 

 

কলা ও মানবিকী অনুষদের ডিন তাঁর বক্তব্যে বলেন, অধ্যাপক সেলিম আল দীন আমাদের জাতির গর্ব। নাট্যকলা চর্চার যে এ্যকাডেমিক গুরুত্ব রয়েছে তা তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারাদেশে প্রতিষ্ঠিত করেছেন। একই সাথে পাশ্চাত্য সংস্কৃতির বাইরে গিয়ে নিজস্ব সংস্কৃতি কিভাবে তুলে ধরতে হয়- তিনি তাঁর কাজের মধ্য দিয়ে তা বাস্তবায়ন করেছেন। 

 

দিবসটি উপলক্ষে সকালে পুরাতন কলা ভবন থেকে স্মরণযাত্রা শুরু হয়ে নাট্যাচার্য সেলিম আল দীনের সমাধি প্রাঙ্গণে পুষ্পার্ঘ্য অর্পণ করার মধ্য দিয়ে শেষ হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদনে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফাহমিদা আক্তার,  অধ্যাপক ড. আমিনুল ইসলাম, অধ্যাপক ড. ইফসুফ হাসান অর্ক ও সেলিম আল দীন-এর ১৯তম প্রয়াণ দিবস উদযাপন পর্ষদ ২০২৬ এর ব্যাক্তিবর্গ, বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফাহমিদা আক্তার বলেন, হাজার বছরের বাংলা নাট্যধারার মাঝে সেলিম আল দীন যেমন সন্ধান করেছিলেন শিল্পের মূল সূত্র, আবার শিল্প সৃজনের পথে তিনি ক্রমাগত ভেঙ্গেছেন আঙ্গিকের অবয়ব। শিল্প-অবয়বের নিরন্তর ভাঙ্গনে গড়নে, তাঁর নাটকে উঠে আসে এই জনপদের জীবন এক মহাকাব্যিক ব্যঞ্জনায়। তিনি আরও বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এই নিরীক্ষাধর্মী ও শেকড়মুখী নাট্যকারকে শ্রদ্ধাভরে তাঁর ১৯তম প্রয়াণ দিবসে স্মরণ করছে। নিজ আত্মপরিচয়ের অবিচ্ছেদ্দ্য অংশ হিসেবে; যাঁর হাত ধরেই সৃষ্টি এই বিভাগের তাঁর অবর্তমানে, তাঁর সৃষ্টি ও শিল্পচিন্তা আমাদের নিরন্তর প্রেরণার উৎস।

 

সেলিম আল দীনের সমাধিতে আরও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ঢাকা থিয়েটার, গ্রাম থিয়েটার, ছাত্র শিক্ষক কেন্দ্র, অফিসার সমিতি, আরশিনগর, স্বপ্নদল থিয়েটার, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্র, পুতুল নাট্য গবেষণা কেন্দ্র, অন্বিতা-সেলিম আল দীন বিদ্যাপীঠ, কাকতাড়ুয়া পাপেট, বুনন থিয়েটার, শহীদ টিটু থিয়েটারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও কলাকুশলীরা।

 

পুষ্পার্ঘ্য অর্পণ শেষে পুরাতন কলা ভবনে ‘সেলিম আল দীন ও বাংলা নাট্যের বিঔপনিবেশিক আত্মপরিচয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রবন্ধ পাঠ করেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ইফসুফ হাসান অর্ক, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ নিজার। সেমিনারের সভাপতিত্ব করেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ অধ্যাপক ড. হারুন অর রশীদ খান। 

 

উল্লেখ্য, সেলিম আল দীন ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনীর সোনাগাজীতে জন্মগ্রহণ করেন। ১৯৭৪ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। তাঁর হাত ধরেই ১৯৮৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ যাত্রা শুরু করে। বিভাগটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। ২০০৮ সালের ১৪ জানুয়ারি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

 

মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি

পরিচালক (ভারপ্রাপ্ত)

Recent Press Releases