Dec 29, 2025
প্রেস বিজ্ঞপ্তি
‘এ’ ইউনিট-এর ছাত্রদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত \ আইবিএ-জেইউ ইউনিটের ফল প্রকাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৯ ডিসেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ইউনিটভুক্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র ছাত্রদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার লিখিত অংশের কার্যক্রম শেষ হয়েছে। সকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান পদার্থ বিজ্ঞান ভবন ও রসায়ন ভবন কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা সুষ্ঠু-সুন্দরভাবে সম্পন্ন করায় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রয়াসে এই কর্মযজ্ঞ সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে।
পরিদর্শনকালে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। ‘এ’ ইউনিটভুক্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র ভর্তি পরীক্ষায় ২১৩টি ছাত্র ও ২১৩টি ছাত্রী আসনের বিপরীতে ৩৮ হাজার ১২ জন ছাত্র ও ২২ হাজার ৩৪০ জন ছাত্রী আবেদন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশেন, আইবিএ-জেইউ, 'সি' ইউনিটভুক্ত কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, 'বি' ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদ, 'ই' ইউনিটভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদ, ‘ডি’ ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদের ফলাফল এবং ‘সি-১’ ইউনিটভুক্ত কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের ফলাফল ও মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ফলাফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট
ju-admission.org এ পাওয়া যাবে।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- ‘এ’ ইউনিট-এর ছাত্রদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত \ আইবিএ-জেইউ ইউনিটের ফল প্রকাশ
- আইবিএ এবং ‘এ’ ইউনিট-এর ছাত্রীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- 'ডি' ইউনিট-এর ছাত্রীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- 'সি-১' ও 'ডি' ইউনিট-এর ছাত্রদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত / 'সি', 'বি' ও 'ই' ইউনিটের ফলাফল প্রকাশ
- 'বি' ও 'ই' ইউনিট-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- ‘সি’ ইউনিট-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- `Social Emotional Wellbeing Orientation and Peer-to-Peer Learning Session’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত
- নবনির্মিত ছয় আবাসিক হলে গ্যাস সংযোগ উদ্বোধন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত